গাজীপুরের কালীগঞ্জে রেললাইনের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক হিন্দু যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের আড়িখোলা রেলস্টেশনের আধা কিলোমিটার পশ্চিমে তুমলিয়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জাগো নিউজকে জানান, ওই এলাকার রেললাইনের পাশের একটি ডোবায় অজ্ঞাত একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। যুবকটির পরনে কালো টাউজার ও কালো হাফ হাতা সার্ট ছিল। পুলিশের ধারণা ৬/৭ দিনে আগে ট্রেন থেকে পড়ে গিয়ে অথবা ট্রেন থেকে কেউ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে। আব্দুর রহমান আরমান/এসএস/আরআইপি