দেশজুড়ে

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ও দুপুরে পৃথক স্থানে তারা নিহত হন।

সকাল ৯টায় শ্রীপুরের গোসিংগা সড়কের কর্নপুরে অটোরিকশা চাপায় হাজেরা খাতুন (৩৬) ও দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বাসচাপায় রাজিব সিকদার মোহন (২৮) নিহত হন।

নিহত হাজেরা খাতুন গোসিংগা ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত রমিজ উদ্দিনের স্ত্রী। নিহত রাজিব সিকদার মোহন বরিশাল সদর উপজেলার চানপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ বলেন, কর্নপুর বড়দিঘি এলাকায় সড়ক পারাপারের সময় অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলেই হাজেরা খাতুন নিহত হন। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মাওনা উড়াল সেতুর প্রবেশমুখে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস রাজিব শিকদার মোহনকে চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহতের মরদেহ মাওনা হাইওয়ে থানায় রেখে স্বজনদের খবর দেয়া হয়েছে। এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে।

শিহাব খান/এএম/এমএস