দেশজুড়ে

শেখ হাসিনা বিশাল জনসংখ্যাকে বোঝা মনে করেননি : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, একটি দেশের জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা বিশ্ববাসীকে দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নবজাতক ও শিশুমৃত্যু হ্রাসে প্রধানমন্ত্রীর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল পুরস্কার এবং স্বাস্থ্যখাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাউথ সাউথ অ্যাওয়ার্ড তারই বার্তা বহন করে।

বুধবার পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বিশাল জনসংখ্যার এদেশের মানুষকে বোঝা মনে করেননি। তিনি দক্ষতার সঙ্গে জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করেছেন। বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা।

তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা প্রয়োগের মাধ্যমে নবজাতক, শিশুমৃত্যু ও প্রসূতিজনিত কারণে মাতৃমৃত্যুর হার অনেক কমিয়ে আনা হয়েছে। গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে ১৩ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিক চালু করেছে সরকার। সারাদেশে নতুন নতুন হাসপাতাল, নার্সিং হোম গড়ে তোলা হচ্ছে।

ভূমিমন্ত্রী আরও বলেন, দক্ষ মানবসম্পদের অর্জিত প্রবৃদ্ধি আয় থেকেই একটি মানসম্মত টেকসই উন্নত জাতি গড়ে তোলা সম্ভব। দেশের প্রতিটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিত করে একটি আদর্শ জনসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

একে জামান/এএম/পিআর