দালাল দৌরাত্ম্য কমাতে সাতক্ষীরা সদর ভূমি অফিসের টিনসেটের ঘরটি ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত এসি ল্যান্ড ও সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের নির্দেশে এ কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয়রা জানান, ভূমি অফিসে প্রতিনয়ত হয়রানি ও দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এ অফিসে কোনো এসি ল্যান্ড না থাকায় দালালের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সাবেক এসি ল্যান্ড সাদিয়া আফরিনের স্বাক্ষর জালিয়াতির ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে সদর এসি ল্যান্ড (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন জানান, সঠিক নিয়ম নীতি অনুসরণ করে জরাজীর্ণ ভবনটি ভেঙে ফেলা হয়েছে। নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভূমি অফিসে কোনো দালালের কোনো ঠাঁই হবে না।
আকরামুল ইসলাম/আরএ/পিআর