মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় মহিরুদ্দিন আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। শবিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিরুদ্দিনের বাড়ি সদর উপজেলার কলোনী গ্রামে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বিকালে মহিরুদিন নিজ বাড়ির সামনের রাস্তার পাশে শুয়েছিল। এ সময় একটি বালি বোঝায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মহিরুদিনের মাথার উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রবিউল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসিফ ইকবাল/আরএ/জেআইএম