দেশজুড়ে

খুটি স্থাপনের সময় বাসচাপায় পল্লী বিদ্যুৎ কর্মচারী নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদুতের খুটি স্থাপনের সময় দ্রুতগামী একটি বাসচাপায় রিপন ফকির (৩০) নামে পল্লী বিদ্যুৎ ঠিকাদারের এক কর্মচারী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে রাস্তার পাশে এদুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন করছিল ওয়েস্টেন বিল্ডার্স নামের ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকরা। এ সময় রাস্তার পাশে খুঁটি স্থাপনকালে পেছন থেকে আশা বাসটি শ্রমিক রিপনকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহযোগীতা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে শিবচর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, পরিবহনটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ কে এম নাসিরুল হক/আরএ/এমএস