জাতীয়

শিল্পকলায় গুজরাটি লোকনৃত্য

রাজধানীর শিল্পকলা একাডেমিতে রোববার প্রদর্শিত হয়েছে ভারতের গুজরাটি লোকনৃত্য। বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই আয়োজন করে।

গুজরাটের রয়েছে নিজস্ব ভাষা ও সমৃদ্ধ সংস্কৃতি। সেখানকার লোকজ ধারার নৃত্য গর্বা বেশ জনপ্রিয়। শুধু গর্বা নৃত্য নয়, গুজরাটের রয়েছে ধ্রুপদি নৃত্য ঐতিহ্য। গতকাল শিল্পকলায় গুজরাটের যমনাগড় থেকে আসা ‘পুলিশ রাস মন্ডল’ নামের একটি দল এ নৃত্য পরিবেশন করে। এই দলের ১২ জন সদস্য গতকাল নাচ দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। দলটি এর আগে বিশ্বের বিভিন্ন দেশে নৃত্য পরিবেশন করেছে।

রাস নৃত্য গুজরাটে খুবই জনপ্রিয় নৃত্য। কৃষ্ণের রাসলীলা নৃত্য যা তিনি বৃন্দাবন ও গোকুলে পরিবেশন করতেন তা থেকেই এ নৃত্যের উত্পত্তি। এ নৃত্যের দুটি ধারা। প্রথম গর্ব রাস দ্বিতীয় ডান্ডিয়া রাস। নৃত্যে শিল্পীদের হাতে দুটি লাঠি থাকে। পা আর লাঠির সমন্বিত নৃত্য রূপ এই গুজরাটি লোকনৃত্য। শিল্পীরা শুরু করেন রূপ রাস দিয়ে। এরপর একে একে তারা পরিবেশন করেন ডান্ডিয়া রাস, টিপ্পনী রাস, অ্যানসিয়েন্ট রাস, সোর্ড রাস এবং সবশেষে গোপগালন রাস।

এমএমজেড/জেআইএম