দিনাজপুরের বীরগঞ্জে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে আব্দুল হাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। আর আটকরা হলেন- একই গ্রামের প্রতিবেশী জালাল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (২৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুস সাত্তার (৪৮)।
বীরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল জানান, দুপুরে আব্দুল হাইয়ের তিনটি ছাগল বাড়ির পাশে মোফাজ্জল হোসেনের নার্সারিতে ঢুকে কয়েকটি চারা গাছ খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় মোফাজ্জল হোসেন বাড়ি থেকে বটি নিয়ে এনে আব্দুল হাইয়ের পেটে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় এলাকাবাসী মোফাজ্জল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আব্দুস সাত্তারকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এমদাদুল হক মিলন/আরএ/পিআর