দেশজুড়ে

মেহেরপুরে অস্ত্র মামলায় ইউপি সদস্যের ১০ বছর কারাদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলার ইউপি সদস্য সাইদুর রহমান মিলনকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল (চতুর্থ) আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান মিলন উপজেলার চরগোয়াল গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি মটমুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান মিলনের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুজজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্য ও মামলার নথি পর্যালোচনা করে মাত্র ৭ মাসের মাথায় সোমবার তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর এম এম রুস্তম আলী এবং আসামিপক্ষে আইনজীবী শফিকুল আলম দায়িত্ব পালন করেন।

আসিফ ইকবাল/এএম/পিআর