লালমনিরহাটের আদিতমারী সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদিতমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার রাতে উপজেলার দূর্গাপুর সীমান্ত থেকে তাদের গ্রেফতার করে বিজিবি।
গ্রেফতারকৃতরা হলেন- ঝাড়খন্ড জেলার হিংগুলি থানার সান্নাদির ছেলে কোনালিকা (৫৫) ও বগুড়ার শেরপুর উপজেলার শুকরা মিয়ার ছেলে মানিক মিয়া (৪০)।
বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানা পুলিশের ওসি মাসুদ রানা , এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
রবিউল হাসান/এএম/পিআর