দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে ১২টি কলেজ থেকে এবার কেউ পাস করতে পারেনি। গত সাত বছরের তুলনায় এবার এই বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা একবারে সর্বনিম্ন।
কেউ পাস না করা কলেজগুলো হলো- রংপুরের পীরগঞ্জ উপজেলার মহিয়সী বেগম রোকেয়া কলেজ, পীরগাছার তাম্বুলপুর কলেজ, বদরগঞ্জের কুতুবপুর অরুন্নেছা হাই স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সদরের অক্সব্রিজ কলেজ, মিঠাপুকুরের পাদগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ডুহুলী এসসি স্কুল অ্যান্ড কলেজ, একই উপজেলার দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ, আদিতমারীর নামুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারীর নাগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রামের উলিপুর উপজেলার উমানদা স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলাবাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং একই উপজেলার মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ৬৫৩টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৯ হাজার ৫০৭ জন। এর মধ্যে পাস করেছে ৭১ হাজার ৯৫১ জন। পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৯১ জন।
এমদাদুল হক মিলন/এএম/পিআর