নেত্রকোণার কেন্দুয়ায় জুয়েল মিয়া (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে সান্দিকোনা ইউনিয়নের ডাউকী গ্রাম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল মিয়া ডাউকী গ্রামের সাবিজ মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জুয়েলের মরদেহ ওই গ্রামের মসজিদের পেছনে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, মরদেহের গায়ে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। তবে কারা জুয়েলকে খুন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
কামাল হোসাইন/এফএ/পিআর