শিক্ষকতা পেশায় কিছু অসাধু ব্যক্তি এসে এই পেশাকে কলঙ্কিত করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এই অসাধু শিক্ষকরা বেশি দিন টিকে থাকতে পারবে না।বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে উপবৃত্তি প্রদান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতরা শিক্ষকতা পেশার কলঙ্ক। এদের চিহ্নিত করার মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা, শ্রদ্ধেয় শিক্ষকদের মাঝখানে কিছু অসাধু লোক ঢুকে শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করছে। ইতোমধ্যে ৮/৯জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বলেছি, আপনারা এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যান, এই পেশায় আপনারা টিকতে পারবেন না।’ শিক্ষামন্ত্রী বলেন, মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা পৌঁছানোর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আরো একটি মাইলফলক রচিত হয়েছে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা অতি সহজে শুধু একটি এসএমএস-এর মাধ্যমে তাদের বৃত্তির টাকা হাতে পাবে। এতে তাদের সময় অপচয় হবে না, এবং তারা উপকৃত হবে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে মেয়েদের এগিয়ে নেয়ার জন্যই মূলত এই উপবৃত্তি প্রকল্প চালু করা হয়। পরবর্তীতে ছেলেদেরও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। নুরুল ইসলাম নাহিদ বলেন, যদি সমান সুযোগ নিশ্চিত করা যায়, তাহলে মেয়েরাও তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম। একটি সমাজের অগ্রগতির বিষয়টি নির্ভর করে মেয়েরো কতটুকু এগিয়েছে। মেয়েদের অগ্রগতির সাথে সাথে সমাজও এগিয়ে যায়। উচ্চমাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের পরিচালক শ্যামাপ্রসাদ বেপারীর সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক এস এম মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপিকা ফাহিমা খাতুন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ ও ডাচ বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ প্রমুখ। এসকেডি/এমআরআই