বগুড়ার শেরপুর উপজেলায় একটি ভূট্টাবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ভারতীয় বিক্রি নিষিদ্ধ ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা থেকে এগুলো উদ্ধার করে।শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, ঢাকাগামী ভূট্টাবোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৩-০৭৬৯) বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় পুলিশ অবস্থান নেয়।কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ ট্রাকের পিছু ধাওয়া করলে মহাসড়কের ঘোগাব্রিজ এলাকায় ট্রাক থামিয়ে চালক, হেলপারসহ অজ্ঞাত পরিচয়ের ২-৩জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশি করে ফেনসিডিল উদ্ধারসহ মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।লিমন বাসার/এসএস/আরআইপি