খেলাধুলা

মধ্যরাতে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ওয়ানডেটে তামিম, সাকিব, মুশফিক এবং মাশরাফিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ একই মাঠে আবারও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি।

টিভিতে আজবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজদ্বিতীয় ওয়ানডে, রাত ১২টায়সরাসরি, গাজী টিভি ও সনি ইএসপিএন

বিশ্বকাপ ফুটবল : পূনঃপ্রচারব্রাজিল-মেক্সিকো সকাল ১০.৩০টাসনি টেন টু

উরুগুয়ে-পর্তুগালদুপুর ১.৩০টাসনি টেন টু

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়াবিকেল ৩.৩০টাসনি টেন টু

আইএইচএস/পিআর