নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কৈলাটি গ্রামে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৫০) ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, বাড়ির সীমানা নিয়ে আবুল কালামের সঙ্গে ছোট ভাই সবুজ মিয়ার বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুরে সবুজ মিয়া ছেলে মামুন মিয়াসহ তার লোকজন নিয়ে হামলা চালালে আবুল কালাম, তার স্ত্রী রোকেয়া আক্তার ও ছেলে উজ্জল মিয়া আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আবুল কালামের মৃত্যু হয়।
ওসি ইমারত আরো জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
কামাল হোসাইন/এফএ/এমএস