মেহেরপুরের মুজিবনগর বাংলাদেশের প্রথম সরকারের গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্য লিয়াকত আলীকে (৭৫) রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মেহেরপুর পুলিশের একটি দল মুজিবনগর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিনের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তোহিদুল ইসলাম তার কফিনে জাতীয় পতাকা দিয়ে আবৃত করে রাষ্ট্রীয় সম্মানা দেন। পরে জেলা আনসার ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গ্রামের কবরস্থানে লিয়াকত আলীকে দাফন করা হয়।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন বার্ধকজনিত রোগে ভুগছিলেন। লিয়াকত আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। মৃত্যুর আগে লিয়াকত আলী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাধীনতা ও আনসার পদকে ভূষিত হয়েছেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগরের অম্রকাননে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অব প্রদান করেন ১২ জন আনসার সদস্য। স্বাধীনতার পর ১২ জন আনসার সদস্যর মধ্য লিয়াকত আলীসহ নয় জন আনসার সদস্য মারা গেলেন।
আসিফ ইকবাল/আরএ/পিআর