নেত্রকোনায় কোট পুলিশের কাছ থেকে মিলন মিয়া (৩২) নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় এটিএসআই খায়রুলসহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে শহরের কুড়পাড় এলাকায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান। পলাতক আসামি মিলন বারহাট্টা উপজেলার কালিকা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
কারাগার ও কোট পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে হত্যা, মারামারি, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য মামলার ৪৮ জন আসামিকে কোট পুলিশের একটি দল হাজিরার জন্য আদালতে নিয়ে যায়। এর মধ্যে হত্যা মামলার আসামি মিলন মিয়াকে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজার আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু আদালত প্রাঙ্গণে যাওয়ার পর মিলন হাতকড়া খুলে কৌশলে দৌড়ে পালিয়ে যান।
ঘটনার সত্যতা স্বীকার করে নেত্রকোণা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুছ জানান, কোট পুলিশের কাছ থেকে মিলন মিয়া নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার কথা শুনেছি। এর বেশি কিছু এখনও জানি না।
কোট পরিদর্শক জিয়াউর রহমান জানান, আসামির হাতটি খুব চিকন ছিল। তাই হাতকড়া খুলে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশলাফুল আলম জানান, এ ঘটনায় এটিএসআই খায়রুলসহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার করার জোর চেষ্টা চলছে।
এবিষয়ে পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধে আরো একটি মামলা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত এক বছরে এই নিয়ে নেত্রকোণায় পুলিশের কাছ থেকে ছয় আসামি পালানোর ঘটনা ঘটেছে।
কামাল হোসাইন/আরএ/পিআর