দেশজুড়ে

ধনু নদীতে কার্গো জাহাজ ডুবে শ্রমিক নিখোঁজ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বাজার সংলগ্ন ধনু নদীতে বালু ভর্তি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে তারেক মিয়া (২৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ তারেকের বাড়ি চট্টগ্রাম জেলার মিরশরাই এলাকায়।

ডুবন্ত কার্গো জাহাজের শ্রমিক রিপন মিয়া জানায়, সুনামগঞ্জ জেলার গজারিয়া থেকে শ ম-৫ নামে একটি বালু ভর্তি কার্গো জাহাজ যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল ৭টার দিকে পথের মধ্যে গাগলাজুর বাজার সংলগ্ন ধনু নদীতে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা নদীধারা নামে খালি একটি কার্গো জাহাজ সেটিকে ধাক্কা দেয়। এতে শ ম-৫ জাহাজের সামনের অংশ ভেঙে গিয়ে পানিতে ডুবে যায়। কার্গো জাহাজের ১০ জন শ্রমিক সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে পারলেও তারেক নামে এক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।

কার্গো ডুবে শ্রমিকের নিখোঁজের কথা স্বীকার করে মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাৎ আলীর বলেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

কামাল হোসাইন/আরএ/পিআর