দেশজুড়ে

মানিকগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হরিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি লুৎফর রহমান ছাত্রদলের সক্রিয় নেতা দাবি করে পদবঞ্চিত রবিউল ইসলামের পক্ষের ছাত্রলীগ নেতাকর্মীরা কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিল। ছাত্রদলের ব্যানার মাথায় বাঁধা লুৎফর রহমানের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।

সোমবার দুপুরে রবিউল ইসলামের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেয়। প্রায় একই সময়ে নবগঠিত কমিটির সভাপতি লুৎফর রহমান ও তার অনুসারী নেতাকর্মীরা উপজেলা মূল ফটকের সামনে মিছিল নিয়ে এগোতে থাকে। দুই পক্ষই পাল্টিপাল্টি বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষকে শান্ত করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুপুর ১টা থেকে উপজেলায় ১৪৪ জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় পরিস্থিতি শান্ত রাখতে উপজেলায় সকল রাজনৈতিক সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বি.এম খোরশেদ/এএম/এমএস