বিনোদন

সালমানের কথায় মা হলেন জ্যাকলিন

সালমানের অনুরোধ ফেলতে পারলেন না জ্যাকলিন ফার্নান্ডেজ। সল্লু ভাইয়ের কথায় মা হতে রাজি হয়ে গেলেন এই বলিউডি সুন্দরী। আসন্ন ছবি `ব্রাদার`-এ মায়ের ভূমিকায় দেখা যাবে জ্যাকলিনকে।জানা যায়, কেরিয়ারের টপ ফর্মে থাকা জ্যাকলিনকে মায়ের চরিত্রে অভিনয় করাতে রাজি করানো সহজ কাজ ছিল না। তার `কিক` কো-স্টার `বজরঙ্গি ভাইজান` ময়দানে না নামলে কী যে হত, তা বোধহয় কেউই জানেন না। কিন্তু ওই যে বলিউডের প্রবাদ অনুযায়ী, রাখে সালমান..., অতএব এ যাত্রায় করণ জোহারের সহায় হয়ে অবতীর্ণ হলেন তিনিই, ভাইজান।ডিএনএ-তে প্রকাশিত একটি খবর অনুযায়ী জ্যাকলিন জানিয়েছেন `ব্রাদারের গল্প নিয়ে দুই করণই (জোহর ও মালহোত্রা) আমার কাছে এসেছিলেন। ওঁরা আমাকে জানায় আমাকে এক মায়ের ভূমিকায় অভিনয় করতে হবে। চরিত্রটি খানিক গতানুগতিক, ছকে বাঁধা। আমার কিছুটা সন্দেহ ছিল এই চরিত্রে অভিনয় করা নিয়ে।`জ্যাকলিন আরো জানিয়েছেন, নিজের দোলাচল কাটাতে তিনি নিজেই সালমান খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। মা হতে তাকে ভরসা যুগিয়ে ছিলেন সালমানই। আশ্বাস দিয়ে বলেছিলেন, এই চরিত্রে অভিনয় তার কেরিয়ারে অন্য মাত্রা দেবে, সু-অভিনেতা হিসেবে তাকে রুপোলী জগতে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।আরএস/পিআর