দেশজুড়ে

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে নরসিংদীর ভেলানগর এলাকায় এ অবরোধ সৃষ্টি করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মুহূর্তের মধ্যে সৈয়দনগর ইটাখোলাসহ মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ ছড়িয়ে পড়ে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লা আব্দুল্লাহ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট না হওয়ায় মহাসড়ক থেকে সরতে রাজি হয়নি।

ফলে শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় সড়কে চলাচলকারী যাত্রীদের।

অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, সড়কে কোনো নিরাপত্তা নেই। আমরা স্কুল-কলেজে যেতে পারি না। বেপরোয়া গাড়ি আমাদের চাপা দেয়। চালকদের অজ্ঞতায় আমাদের প্রাণ দিতে হচ্ছে। আমরা এর বিচার চাই। সড়কে আমার ভাই-বোনেদের প্রাণ যায়। আর নৌমন্ত্রী হাসে। আমরা নৌমন্ত্রীর পদত্যাগ চাই।

এদিকে, মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে পুলিশ সুপারের কার্যালয়ে ৯ দফা দাবি আদায় নিয়ে চলছে আলোচনা। পাশাপাশি চলছে মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ।

সঞ্জিত সাহা/এএম/পিআর