চাঁপাইনবাবগঞ্জ নিরাপদ সড়কের দাবিতে শনিবার সকাল ১০টা থেকে শহরের বিশ্বরোড মোড়ে অস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাক, অটোরিক্সা, মোটরসাইকেলসহ সরকারি গাড়ির কাগজপত্র পরীক্ষা করে।
আন্দোলনে নবাবগঞ্জ সরকারি কলেজ, শাহনেয়ামতুল্লাহ কলেজ, সরকারি মহিলা কলেজ, সিটি কলেজ, ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে শিক্ষার্থীরা লাইন্সেস পরীক্ষা করার কারণে মহাসড়কে চলাচলকারী আভ্যন্তরীন রুটের যানবাহনের সংখ্যা খুবই কম। অপরদিকে গতকাল শুক্রবার থেকেই দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পরে দুপুর একটার দিকে শিক্ষার্থীরা ফিরে যায়।
মোহা. আব্দুল্লাহ/আরএ/পিআর