দেশজুড়ে

সাতক্ষীরায় ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা বাবুরপুকুর এলাকায় ইজিবাইকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের হোসেন (৭) বাবুরপুকুর এলাকার জিয়ারুল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, পাটকেলঘাটা থেকে কেশবপুর সড়কের বাবুরপুকুর এলাকায় শিশু জোবায়ের হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানা পুলিশের ওসি রেজাউল ইসলাম বলেন, ঘাতক ইজিবাইকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দেয়া হয়নি।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি