নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলে।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর ঢাকায় হামলার প্রতিবাদে সকালে ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ করেন হাবিপ্রবির শিক্ষার্থীরা । এ সময় শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে অবস্থান নেয়। ফলে রাস্তায় অসংখ্য যানবাহন আটকা পড়ে। এ সময় অবরোধকারীরা ‘জিগাতলায় হামলা কেন? প্রশাসন জবাব চাই। দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’ স্লোগান দেন।
পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ১০/১৫ জন নেতা শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানালে তারা অবরোধ তুলে নেয়।
এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম