দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বালু ভর্তি ট্রাক্টর উল্টে মো. কামাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার পীরগঞ্জ সড়কের ১নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর শাকনি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের মো. নূর আমিন খন্দকারের ছেলে। তিনি ট্রাক্টরটির চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল হোসেন বালু বোঝাই ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় শাকনি ব্রিজের সামনে ট্রাক্টরটির সামনের চাকা খুলে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। বালুর নিচে চাপা পড়েন চালক কামাল হোসেন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম