জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সন্ধ্যায় উপজেলার ডিগ্রিরচর ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের সন্দেশ আলী (৬০) ও তার ছেলে নিজাম উদ্দিন (৩০)। আহতদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইসলামপুর থানা পুলিশের ওসি মো. শাহীনুজ্জামান খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্দেশ আলীর ঘরের বিদ্যুৎসংযোগ থেকে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় নিজাম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যান বাবা সন্দেশ আলীসহ বাড়ির অন্যরা।
বিদ্যুৎস্পৃষ্টে আহতদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সন্দেশ ও নিজামকে মৃত ঘোষণা করেন।
এফএ/আরআইপি