লক্ষ্মীপুরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলী হোসেন (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাবর্তীনগর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলী হোসেন ওই গ্রামের ওয়ার্কশপ ব্যবসায়ী মো. ইউছুফের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আলী হোসেন বাড়িতে বৈদ্যুতিক মোটরে পানি তুলতে যায়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ নিয়ে পরিবারের সদস্য ও তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ঘটনাটি মর্মান্তিক। মানবিক কারণে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে তার মরদেহ দাফন করার জন্য বলা হয়েছে।
কাজল কায়েস/এএম/পিআর