নেত্রকোনায় ট্রাকচাপায় জসিম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের এলজিইডি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত জসিম আটপাড়া উপজেলার তেলিগাতী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি শহরের বনোয়াপাড়া এলাকার মাহেন্দ্র মোটরসাইকেল শো-রুমের মেকানিকের কাজ করতেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে পারলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল জসিম। পৌর শহরে আনন্দবাজার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
কামাল হোসাইন/আরএ/এমএস