দেশজুড়ে

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসচালক নিহত

নাটোরের গুরুদাসপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজার অদূরে এ ঘটনা ঘটে।

এসময় প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। নাটোর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১১ জন আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে শ্যামলী পরিবহনের চালক কুষ্টিয়ার আজাদ নিহত হন।

দুর্ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের গুরুদ্শপুর, বড়াইগ্রাম ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম