দেশজুড়ে

হেলপারের এক ব্রেকে ট্রাক্টর থেকে পড়ে চালক নিহত

নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আকতার হোসেন (৫৫) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুবরাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতার হোসেন উপজেলার কুবরাতলী গ্রামের মৃত রহি উদ্দিনের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ট্রাক্টরে বালু বোঝাই করে নগর ব্রিজ এলাকায় যাচ্ছিলেন আকতার হোসেন। গাড়িটি চালাচ্ছিলেন তার হেলপার। এ সময় আকতার গাড়ির ওপরে বসেছিলেন। পথে কুবরাতলী বাজার পার হয়ে একটি ভ্যানকে সাইড দিতে ব্রেক করলে গাড়ির ওপর থেকে আকতার নিচে পড়ে যান। এ সময় তিনি চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এফএ/জেআইএম