দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিতাড়িত হয়ে হাসপাতাল চত্বরের গাছতলায় সন্তান প্রসবের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি এমন ঘটনার প্রতিবাদে এবং হাসপাতালের দোষী নার্সদের শাস্তির দাবিতে সোমবার সকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা।
দিনাজপুর সিভিল সার্জন ও দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক গঠিত সহকারী কমিশনার (ভূমি) এনামুল হকের নেতৃত্বে তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসমাইল হোসেন।
পাশাপাশি সিভিল সার্জন অফিস গঠিত কমিটির সদস্যরা হলেন- আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. রইচ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. মুহর্তেমা ফাতেমা।
স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টের আলোকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি এই ঘটনার তদন্তকাজ মনিটরিং করব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত নার্সদের তিনটি অপরাধ চিহ্নিত করা হয়েছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসকের পরামর্শে সহকারী কমিশনার (ভূমি) এনামুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও দোষী নার্সদের শাস্তির দাবিতে সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা।
বিক্ষোভকারী নারীরা বলেন, এই হাসপাতালে এটা নতুন ঘটনা নয়, চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত সাধারণ মানুষকে হয়রানি হতে হয়। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের এমন ঘটনা দেশের মা জাতিকে অপমান করা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।
উল্লেখ্য, পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বাঁশপুকুর গ্রামের বাসিন্দা রিকশাচালক আবু তাহেরের স্ত্রীর রিনা বেগম প্রসবব্যথা নিয়ে গত রোববার ভোর সাড়ে ৫টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
প্রসবব্যথায় ছটফট করা রিনা বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করে টিএম হেলথ কেয়ার এমদাদ-সিতারা কিডনি সেন্টারে যেতে বলেন সেখানে কর্মরত নার্স রোজিনা আক্তার ও আফরোজা খাতুন।
একপর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলা থেকে রিনা বেগমকে নামিয়ে দেন নার্সরা। প্রসবব্যথা নিয়ে হাসপাতাল থেকে বিতাড়িত রিনা বেগম হাসপাতালের পূর্বপাশে গাছের নিচে সন্তান প্রসব করেন।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি