রাজবাড়ীতে হত্যা মামলায় ছেলেকে ফাঁসি এবং বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে এই মামলার অপর চার আসামিকে খালাশ দেয়া হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- রবিউল সরদার (২৯) ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন রবিউলের বাবা মিনাজ উদ্দিন সরদার। এ ছাড়া দুজনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
মামলার অভিযোগ, ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ২০১৩ সালের ১২ মে সন্ধ্যায় সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়ায় একটি সালিসের আয়োজন করা হয়। সালিস চলাকালে ঠান্ডু সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঠান্ডুর ভাই লিটন মাহমুদ বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচার শেষে আদালত অপর চারজন খোরশেদ সরদার, বেনুয়া বেগম, পলি ও দেলোয়ারা হোসেনকে খালাস দেন।
রুবেলুর রহমান/আরএ/আরআইপি