জামালপুর সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নারায়ণপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নারায়ণপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে রিফাত (৩) এবং একই বাড়ির মিরাজ উদ্দিনের ছেলে নিহাদ (৩)।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, বাড়ির সামনে খেলা করছিল ওই দুই শিশু। এ সময় পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে তাদের মরদেহ ভেসে উঠলে বাড়ির লোকজন তা উদ্ধার করে।
আরএআর/জেআইএম