দেশজুড়ে

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে যুবক নিহত

বগুড়ার গাবতলীতে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে খায়রুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সোনারায়-তেলীহাটা আঞ্চলিক সড়কের কুচিয়ামারী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জায়গুলি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, ভোররাতে সোনারায়-তেলীহাটা আঞ্চলিক সড়কে কুচিয়ামারা ব্রিজের কাছে গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাত দলের সদস্যরা। খবর পেয়ে টহল পুলিশ সেখানে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যায়। পরে সেখান থেকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় খায়রুল নামে একজনকে আটক করে পুলিশ। তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে আটক ডাকাত সদস্য মারা যান।

গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, নিহত খায়রুলের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে গাবতলী থানায় তিনটি ডাকাতির মামলা রয়েছে।

লিমন বাসার/আরএআর/পিআর