দেশজুড়ে

মেরামত করার সময় পুড়ে গেল বিআরটিসির বাস

দিনাজপুর বিআরটিসি ডিপোতে অগ্নিকাণ্ডে একটি বাস পুড়ে গেছে। বাসটি মেরামত করার সময় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে (ঢাকা মেট্রে-িব-১১-৬৭৯৬) বিআরটিসির একটি বাস দিনাজপুর সুইহারী ডিপোতে আসে।

যাত্রী নামিয়ে দেয়ার পর বাসটি মেরামত করা হচ্ছিল। মেরামতের একপর্যায়ে বাসটিতে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার আকতার হামিদ খান বলেন, ওয়্যারিং করার সময় বাসটিতে আগুন ধরে যায়। বাসটি পুড়ে গেছে।

এমদাদুল হক মিলন/এএম/পিআর