নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার মান্দা ও মহাদেবপুর উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের নেপাল মন্ডলের ছেলে আমজাদ হোসেন (৬০) ও রাজশাহীর তানোর উপজেলার বাউরি বিলি গ্রামের সামসুদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (৩৫)।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমজাদ হোসেন ব্যাটারিচালিত অটোচার্জারযোগে মহাদেবপুর থেকে বাড়িতে ফিরছিলেন। পবাপাতির মোড়ে অটোচার্জারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
এ সময় সিদ্দিক নামে অপর এক যাত্রী গুরতর আহত হন। তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহাবুব আলম বলেন, ধামইরহাট উপজেলা থেকে বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে মান্দায় যাচ্ছিলেন জাকিরুল ইসলাম। বালুবাজার কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
আব্বাস আলী/এএম/পিআর