কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে হিজরা জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসক সুলতানা পারভীন এসব সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, সদর ইউএনও আমিন আল পারভেজ, সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, সদর সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
৫০ জন হিজরার মাঝে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবন, এক কেজি চিনি, এক কেজি চিড়া, হাফ কেজি মুড়ি, এক ডজন মোমবাতি, এক ডজন ম্যাচ ও এক কেজি বিস্কুট বিতরণ করা হয়।
নাজমুল/এমএএস/এমএস