দেশজুড়ে

ফেনীতে হতাহতদের পাশে জেলা প্রশাসক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া ইউনিয়নের ভাংগাতাকিয়া নামক স্থানে শ্যামলী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে হতাহতদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। খবর পেয়ে তিনি আধুনিক সদর হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন।

নিহতদের দাফন-কাফন ও আহতদের চিকিৎসার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা ও আহত প্রত্যেকের জন্য ৫ হাজার টাকা প্রদান করা হয়। সিভিল সার্জনের পক্ষ থেকেও আহত দু'জনের জন্য হাজার ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।

নিহতরা হলেন, সিএনজিচালক রুহুল আমিন ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড মধুপুর এলাকার আবদুল জব্বারের ছেলে। অপর নিহতরা, হলেন যাত্রী শাহাদাত হোসেন, বেলাল হোসেন, নাসির উদ্দিন, সালমা আক্তার ও নাসিমা আক্তার। আহত দু'জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএএস/পিআর