জাতীয়

ধর্মমন্ত্রী দে‌শে ফির‌ছেন রোববার

প‌বিত্র হজ পালন শে‌ষে আগা‌মীকাল (রোববার) সকা‌লে দে‌শে ফির‌ছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ ম‌তিউর রহমান। সৌদি আবরের স্থানীয় সময় শনিবার রাত আড়াইটা বাংলা‌দেশ বিমা‌নের এক‌টি শি‌ডিউল ফ্লাই‌টে তি‌নি রওনা হ‌বেন।

ধর্ম মন্ত্রনাল‌য়ের সি‌নিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মাদ আনোয়ার হো‌সেইন এ খব‌রের সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

ধর্মমন্ত্রী ছাড়াও গত মা‌সের শুরুর দি‌কে অগ্রব‌র্তী দল হি‌সে‌বে আগত প্রশাস‌নিক দল ও মে‌ডি‌কেল টিমের সদস্যরাও ফির‌ছেন।

উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট থে‌কে হজ ফ্লাইট শুরু হ‌বে।

এমইউ/এমবিআর