বিনোদন

স্বপ্ন নিয়ে এলেন কনা

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। তার কণ্ঠের যাদু বহুবার মুগ্ধতা ছড়িয়েছে। অডিও-মিউজিক ভিডিও’র পাশাপাশি কনার সুরেলা কণ্ঠ চলচ্চিত্রেও ছড়িয়েছে মিষ্টি আমেজ। সেই ধারবাহিকতা নিয়ে নতুন করে আবারও তিনি হাজির নতুন গান নিয়ে।

‘আরটিভি মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে কনার নতুন মিউজিক ভিডিও ‘স্বপ্ন’। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। কোরিওগ্রাফি করেছেন রিদি শেখ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহ আমীর খসরু।

ভিডিওটি নিয়ে কনা বলেন, ‘খুব চমৎকার একটি গান ‘স্বপ্ন’। ভালো কথা ও সুরে সাজানো গানটির চিত্রায়ণও বেশ হয়েছে। আশা করছি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে এটি।’

মিউজিক ভিডিও নির্মাণ সম্পর্কে নির্মাতা বলেন, ‘আমরা সবাই মিলে দারুণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছি। শওকত আলী ইমনের সুর ও সংগীতে কনার কণ্ঠে গানটি অন্যরকম মাত্রা পেয়েছে। এটির মডেল ও কোরিওগ্রাফার রিদি শেখ আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন। সব মিলিয়ে মিউজিক ভিডিওটা সবার ভালো লাগবে আশা করছি।’

এলএ/পিআর