দেশজুড়ে

আউশে ব্যস্ত নওগাঁর চাষিরা

নওগাঁয় শুরু হয়েছে আউশ ধান কাটা ও মাড়াই। এতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূল এবং রোগ-বালাই না থাকায় প্রতি বছরই এ জেলায় বৃদ্ধি পাচ্ছে আউশের আবাদ।

তবে এ বছর ফলন ভালো হলেও ধানের দাম কিছুটা কম এবং শ্রমিক সঙ্কট রয়েছে বলে জানিয়েছেন চাষিরা। বাধ্য হয়ে বেশি দামে শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াই করতে হচ্ছে তাদের।

মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের কৃষক মোকলেছুর রহমান জানান, এ বছর ২ বিঘা জমিতে পারিজা-৪৮ জাতের ধানের আবাদ করেছেন। প্রতি বিঘায় প্রায় ২২-২৪ মণ ধান হয়ে থাকে। তবে এ ধানে সার ও কীটনাশকের খরচ একটু বেশি লাগে।

একই গ্রামের কৃষক আতোয়ার রহমান জানান, দুই বিঘা জমিতে পারিজা ধানের আবাদ করেছেন। আবাদে প্রতি বিঘায় প্রায় ৪-৫ হাজার টাকা খরচ হয়েছে। আর ফলন হয়েছে বিঘা প্রতি প্রায় ১৬-১৮ মণ। এ বছর আবহাওয়া ভালো ছিল এবং পোকামাকড়ও তেমন হয়নি। ফলে ফলনও ভালো হয়েছে। তবে বাজারে ধানের দাম ৬০০-৬৫০ টাকা মণ। আর একটু দাম বাড়লে তাদের জন্য সুবিধা হতো।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানান, প্রতি বছর প্রায় ২ হাজার হেক্টর জমিতে আউশের আবাদ বৃদ্ধি পাচ্ছে। গত বছর ৬১ হাজার ৩৭০ হেক্টর আবাদ হলেও এ বছর ৬৩ হাজার ৩৭০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ধান কাটা ও মাড়াই হয়েছে।

তিনি আরো বলেন, আউশ ধান কম সময় ও স্বল্প খরচে আবাদ হয়ে থাকে। এছাড়া রোগ বালাই তেমন হয় না। যার কারণে কৃষকরা আউশ ধানের আবাদ করতে বেশি আগ্রহী হন।

আব্বাস আলী/এফএ/আরআইপি