জাতীয়

গণতন্ত্র চর্চার অভাবে বাংলাদেশ হুমকিতে পড়ছে

গণতন্ত্র চর্চার অভাবে বাংলাদেশ হুমকিতে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের  (জে এস ডি) সভাপতি আ স ম আবদুর রব। শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথিরে বক্তব্যে এ কথা বলেন তিনি।  আ স ম আবদুর রব বলেন, ভিন্ন মত, পথ ও মুক্ত চিন্তা রুদ্ধ করার ফলে রাষ্ট্র ও সমাজ বন্ধ্যা হয়ে যাচ্ছে- আইন শৃংখলা ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। বিচার হীনতার সংস্কৃতি ভয়ঙ্কর আকার ধারণ করছে। তিনি বলেন, এ শ্বাস রুদ্ধকর অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র পথ গণতন্ত্র চর্চার অবাধ পরিবেশ নিশ্চিত করা জনগণের ভোটাধিকার পূণঃপ্রতিষ্ঠা করা, জনগণের সম্মতি ও সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করা।রব বলেন,  রাষ্ট্র ক্ষমতায় জনগণের অংশগ্রহণ ব্যতিরেকে কোন সমাজ বিকশিত হতে পারে না। উন্নয়নের পূর্বশর্ত গণতন্ত্র। গণতন্ত্র বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধের চেতান বাস্তবায়ন সম্ভব নয়। ভুল রাজনীতি রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধভাবে নতুন ধরনের রাজনীতি চর্চা করতে হবে, রাজনৈতিক বিকল্পশক্তি গড়ে তুলতে হবে।সভায় সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সমর্থক ফোরাম যুক্তরাষ্ট সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন ও পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্র সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামীম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সারওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা এমজি সারওয়ার, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা পনির ভুইয়া, উপদেষ্টা আহসান মাসুদ প্রমুখ।এসকেডি/পিআর