দেশজুড়ে

নওগাঁয় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নওগাঁর মান্দায় গলায় ফাঁস দিয়ে জরিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জরিনা বেগম চককেশব গ্রামের কাওসার আলীর স্ত্রী।

মান্দা থানা পুলিশের ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, সকালে গলায় ফাঁস দিয়ে জরিনা বেগম নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া যায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের দেবদারু গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।

ওসি আরও বলেন, আত্মহত্যার বিষয়টি রহস্যজনক। পারিবারিক দ্বন্দ্বের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে কখন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

আব্বাস আলী/আরএআর/জেআইএম