চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের তামিম (৬) মাথাভাঙ্গা নদীতে ডুবে যাওয়ার ২৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২কিলোমিটার দূর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু তামিম পুরাতন বাস্তপুর গ্রামের ভ্যানচালক মকলেছের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার দুপুর ১টার দিকে নিকট আত্মীয়ের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে তামিম নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে খুলনা ওয়ারহাউজ ইন্সেপেক্টর নাজমুছ সাদাতের নেতৃত্বে ৪ সদস্যর ডুবুরিদল রাত ৯টা থেকে ১টা পর্যন্ত নদীতে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবার ডুবুরিসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে দুপুর ১২টার দিকে তামিমের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহতের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেয়া হবে।
সালাউদ্দিন কাজল/আরএ/পিআর