চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী ভূমি অফিসের কাছ থেকে শক্তিশালী ছয়টি বোমাসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৫ টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- আলমডাঙ্গা উপজেলার নোয়া-দূর্গাপুর গ্রামের মৃত টেঙর আলীর ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন (৪৭), আলিয়ারনগর গ্রামের জয়নাল বিশ্বাসের ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি ডা. হেলাল উদ্দীন (৫৬), শালিখা গ্রামের আব্দুল বারীর ছেলে জামায়াত কর্মী হাসানুজ্জামান (৩৩), একই গ্রামের মৃত বিশা মেম্বারের ছেলে বিএনপি কর্মী দেলোয়ার হোসেন (৩০), হারুণ অর রশীদের ছেলে বিএনপি কর্মী আনিছুর রহমান (৫৫), মৃত নবিছদ্দীনের ছেলে বিএনপি কর্মী রাজু আহম্মেদ (৪৩), গড়গড়ি গ্রামের বিশারত মন্ডলের ছেলে বিএনপি কর্মী দেলোয়ার হোসেন (৩০), মৃত মহব্বত আলীর ছেলে বিএনপি কর্মী হাবিবুর রহমান (৫০), হাটবোয়ালিয়া গ্রামের রবিউল হুদার ছেলে বিএনপি কর্মী আতাউল হুদা (৫৫), পার-দুর্গাপুর গ্রামের হাতেম আলীর ছেলে বিএনপি কর্মী খায়রুল ইসলাম (৩৮), একই গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে বিএনপি কর্মী আব্দুল মান্নান (৫৮) ও নান্দাবর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বিএনপি কর্মী গোলাম রসুল (৪২)।
আলমডাঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) লুতফুল কবীর জানান, বিকেলে ২০-২৫ জন আসমানখালী ভূমি অফিস সংলগ্নে জড়ো হয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল- এমন খবরের ভিত্তিতে থানা-পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। তাদের কাছ থেকে ছয়টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।
সালাউদ্দিন কাজল/আরএআর/পিআর