সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। রোববার (২ সেপ্টেম্বর) বিকেলে উল্লাপাড়া থানার অধীন চরমোহনপুর দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক জাহিদুল ওই এলাকার মৃত হাশেম বিশ্বাস ওরফে এশারত ফকিরের ছেলে।
রোববার রাত আটটার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার ও ১ রাউন্ড গুলিসহ জাহিদুলকে আটক করা হয়েছে। জাহিদুুুল অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে দীর্ঘদিন যাবত উল্লাপাড়া ও এর আশপাশ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এসআর