গণমাধ্যম

ডিআরইউর সাবেক সভাপতি মোস্তাক হোসেন আর নেই

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন আর নেই। আজ (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। ডিআরইউর বর্তমান সভাপতি সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মোস্তাক ভাই কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সোমবার বেলা ১১টা বাজার পাঁচ মিনিট আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার ডায়ালাইসিস করে বাসায় ফিরেছিলেন। কিন্তু শুক্রবার (৩১ আগস্ট) শরীর খারাপ হওয়ায় আবারও তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে ভর্তি করা হয়েছিল।'

ডিআরইউ সভাপতি বলেন, মোস্তাক হোসেনকে কোথায় দাফন করা হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আজ (সোমবার) বাদ জোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আরএম/এমএমজেড/পিআর