দেশজুড়ে

শাজাহানপুর বিএনপির কার্যালয় থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে ককটেলসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক বাদী হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশারকে প্রধান আসামি করে এই মামলা করা হয়।

মামলায় এজাহারভুক্ত আরও ৩০ জন এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনসহ ৬০ জনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ঘ তথসহ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৪/৬-১/৫ ধারায় উল্লেখ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাজাহান আলী জানান, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে।

গত রোববার বিকেলে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলীয় নেতা-কর্মীরা স্থান ত্যাগ করার সময় থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৩টি হাসুয়া, ২টি ককটেল ও ৮-১০টি লাঠি, ছুরি উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। অপরদিকে এই ঘটনা ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত ভাবে সাজানো অভিযোগ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি।

লিমন বাসার/আরএ/এমএস