বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পুরাতন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবির) দুজন শীর্ষ নেতাসহ সামরিক শাখার ৫ জনকে আটক করছে ডিবি ও শেরপুর থানা পুলশি। এসময় তাদের কাছে থেকে দুইটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৩টি ছুরি ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সানতন চক্রবতী জানান, রাতে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় জেএমবি সদস্যদের অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে জেলা গোয়েন্দা পুলিশ ও শেরপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। আটকদের পরিচয় পরে জানানো হবে।
শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবরি জানান, আটক রা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।
লিমন বাসার/আরএ/আরআইপি